প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজে চাকুরীরত শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীগণের চাকুরী সরকারী করণ করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখা-৫ এর উপসচিব তানজিলা খানম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারী করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী মোঃ জাবেদ আলী অধ্যক্ষ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৪ জানুয়ারী যোগদান করবেন। পরবর্তীতে অন্যান্য শিক্ষক, কর্মকর্তা কর্মচারীগণ অধ্যক্ষের নিকট কলেজে যোগদান করবেন।
এদিকে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মোঃ আবু জাহির এর ঐকান্তিক প্রচেষ্ঠায় চাকুরী সরকারী করণ হওয়ায় শিক্ষক/কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। এ ছাড়া সার্বিকভাবে সহযোগিতা করায় লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড: মোঃ মুশফিউল আলম আজাদ ও লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা সহ কলেজের সাবেক গভর্নিং বডির সদস্যবৃন্দ ও এলাকাবাসীসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি কলেজ সরকারী করণ করা হয়।