স্টাফ রিপোর্টার ॥ শহরে ছাত্রদল নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যান ভাংচুর করা হয়েছে। স্থানীয়রা জানান, গতকাল সোমবার বেলা ২টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি করে। এ সময় পুলিশ বাধা প্রদান করলে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় দুই পুলিশসহ ১০ জন আহত হয়। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ধাওয়া করে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ওসি অজয় দেব জানান, পুলিশ টহলকালে ছাত্রদলের কতিপয় উদশৃংখল যুবক পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় এরা টহল পুলিশের ব্যবহৃত পিকআপটি ভাংচুর করে।