মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী হামিদ মিয়া (৩৩) নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছেন চালকসহ আরও ২ যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকার সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার জগদীশপুর তেমুনিয়া গ্লোবাল লিংক সিএনজি পাম্পের সামনে রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মাধবপুরগামী সিএনজিকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়। এ সময় সিএনজিতে থাকা চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে হামিদ ঘটনাস্থলে মারা যায়। অপর চালকসহ দুইজনকে স্থানীয় লোকজন আহত অবস্থায় বি-বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে এবং দুর্ঘটনায় কবলিত সিএনজি গাড়ি ও মৃতদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানিয়েছেন।