রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
টঙ্গিরঘাটে মসজিদের টাকা নিয়ে সংঘর্ষে আহত শতাধিক শহরে নির্মানাধিন একটি ঘর প্রকাশ্য দিবালোকে ঘুড়িয়ে দেয়া হয়েছে এক্সেভেটর দিয়ে ॥ আটক স্বামী-স্ত্রী কোর্ট স্টেশন রোডে মদিনা কেজি এন্ড হাই স্কুলের ২য় শাখার উদ্বোধন শিকন্দরপুরে শীতার্থদের মাঝে গোলাম আহমদ ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ নোয়াপাড়ায় জয়ন্ত্রিকা ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু নবীগঞ্জে ১২ শতাধিক বনজ ও ফলজ গাছের চারা কর্তন ॥ থানায় অভিযোগ নবীগঞ্জ উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নাহিদ গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলন বানিয়াচংয়ে ৯ হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার শহরে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী গোবিন্দ গ্রেফতার

বিএনপি নেতা এনামুল হক সেলিম ৭ জানুয়ারীর নির্বাচন বর্জন করুন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১১৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত গঠনের লক্ষ্যে এবং হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবীতে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে গতকাল সোমবার সকাল থেকে হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ এনামুল হক সেলিম এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার টাউনহল রোড, তিনকোনা পুকুরপাড়, সিনেমা হল রোড, ঝিলপাড়, শ্যামলী এলাকসহ শহরে ব্যাপক জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করছে হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ওলামাদল সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, রিচি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুকিম চৌধুরী, মোঃ সামছুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, খাগাউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, আক্তার মিয়া, জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক এনামুল হক চৌধুরী, হারিছ চৌধুরী, জেলা যুবদল নেতা জিয়াউল হক আলমগীর, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ জয়নাল আবেদীন, পৌর বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান পলাশ, গোপায় ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মীর কামরুজ্জামান রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, সদর উপজেলা ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোঃ রাসেল, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শামীম ওসমান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল আহবায়ক মোঃ ইমন মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ লিটন, যুবদল নেতা মোঃ কামরুজ্জামান, সোহান চৌধুরী, সাইফুল ইসলাম সিহান, কাজী জুলহাস, শিমুল, ফেরদৌস আহমেদ ফিরোজ, সুমন মিয়া, মিয়া প্রমূখ। জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এনামুল হক সেলিম বলেন, সরকার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। মানুষের ভোটের অধিকারসহ সকল গনতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে দেশে এক অসৎ সিন্ডিকেটের রাজত্ব কায়েম করেছে। আর এই অসৎ সিন্ডিকেটের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী একটি প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। যা এদেশের জনগন মেনে নেবে না। তিনি গনতন্ত্র, ভোটাধিকারসহ সকল মৌলিক অধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে এই অসৎ সিন্ডিকেটের ডামি নির্বাচন বর্জনের জন্য হবিগঞ্জবাসীর প্রতি আহবান আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com