আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ১ জানুয়ারি সকাল ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করা হয়। অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান নতুন বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। বই বিতরণ উৎসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ গিয়াস উদ্দিন, হাজী ফিরোজ মিয়া, মোঃ শফিকুল ইসলাম,অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।