স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নবীগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ নাহিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল ও সাংগঠনিক সম্পাদক এড. সুলতান মাহমুদ, জেলা পরিষদের সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, ওসি অপারেশন দিলীপ কান্তি নাথ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সিদ্দিক ও সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, হবিগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি রাসেল চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের গঠন তদন্ত প্রনয়ন কমিটির আহবায়ক ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী এম,এ বাছিত, নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম এ আহমদ আজাদ। এছাড়া সভায় পরিচয় করে দেয়া হয়, নবীগঞ্জ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এম.এ আহমদ আজাদ, সহ-সভাপতি এম এ মুহিত, সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শওকত আলী। কার্য নির্বাহী সদস্য রাকিল হোসেন, শাহ সুলতান আহমদ, ফখরুল আহসান চৌধুরী, উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, এম মুজিবুর রহমান, আশাহিদ আলী আশা, হাবিবুর রহমান চৌধুরী শামীম।
উপস্থিত ছিলেন- লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা চৌধুরী অনর উদ্দিন জাহিদ, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক আলাউদ্দিন, নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র দাস, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শাহ তোফায়েল আহমেদ, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, নবীগঞ্জ মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, হবিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সাংবাদিক আবু তালেব, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, সলিল বরণ দাশ, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরী, শিক্ষক সমিতির নেতা সোহেল আহমদ, আহমদ ঠাকুর রানা, পিকলু চৌধুরী, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমদ, মেম্বার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল মুকিত, সাংবাদিক অঞ্জন রায়, আলী জাবেদ মান্না, ইকবাল হোসেন তালুকদার, আলাল মিয়া, স্বপন রবি দাস, ছাত্রলীগ নেতা শিহান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শাহ সুলতান আহমদ ও গীতা পাঠ করেন প্রদীপ দাশ সাগর।