স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ইন্মপেক্টর তদন্ত মোঃ আবু হানিফ, দুর্নীতি প্রতিরোধ কমিটির বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, সাংবাদিক এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাসুদ কোরানী মক্কী, আহাদ মিয়া, সাদিকুর রহমান, শেখ শামছুল হক, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল, কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জী প্রমুখ। এছাড়া আইন-শৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম বলেছেন, অবাধ ও শান্তি পূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনের নির্দেশে প্রশাসন কাজ করছে। বল প্রয়োগ, কোন প্রার্থীর বিরুদ্ধে কুৎসা রচনা, তিন মিটারের বেশী বড় কোন প্রতিক নিয়ে প্রচারণা করা নির্বাচনী আচরণ বিধির লংঘন। আর আচরণ বিধির লড়ঘন করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আগামী ৭ তারিখের নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকলের সহযোগিতা চেয়েছেন। এছাড়া প্রশাসনের অনুমতি ব্যথিত যে কোন প্রকার মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। সভায় বাজারদর নিয়ন্ত্রনে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) কে ধন্যবান জানান আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ।