স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর, আজমিরীগঞ্জ ও বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের প্রাণহানী ঘটেছে।
জানা যায়, সদর উপজেলার পইল গ্রামের আব্দুল মমিনের পুত্র শিজিল মিয়া (১৫) গতকাল বিকেল ৩ টার দিকে ঘরের চাল থেকে লাকড়ী নামাতে যায়। এ সময় বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে পড়ে। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপর দিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের নিয়ামত আলী (৬৫) গতকাল দুপুরে ঘরে কাজ করার সময় বিদ্যুতের জড়িয়ে পড়ে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এদিকে বাহুবল প্রতিনিধি জানান, বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুর রহমান (৩৫) নামের এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নতুন বাজার এলাকার সুব্রত ওয়ার্কসপে। নিহত আজিজুর রহমান উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের সুন্দর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের ট্রাক্টর (ডায়না) চালক আজিজ সকালে গাড়িতে ওয়েল্ডিং এর কাজ করানোর জন্য নতুন বাজার সুব্রত দে-এর ওয়ার্কসপে যায়। এ সময় ওয়ার্কসপে ওয়েল্ডিং এর তার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। একটি তারে ড্রাইভার আজিজুর রহমানের হাত পড়লে সাথে সাথে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।