স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ের করাব জমিদার আব্দুল গণি সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। ভারী যানবাহন চলাচল ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এমন করুণ দশা হয়েছে সড়টির।
এলজিইডির অধীন প্রায় ১.৭৫ কিলোমিটার এই সড়কটির ওপর দিয়ে কতিপয় প্রভাবশালী ব্যক্তি ভারী যানবাহন দিয়ে মালামাল আনা নেয়া করছেন। ফলে অনেক জায়গায় পিচ ও পাথর উঠে গেছে। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্তের। আর এসব গর্তে বৃষ্টির পানি জমে কাঁদায় ভরপুর। রিক্সা ও অটোরিক্সা সহ সাধারন মানুষের পায়ে হাঁটা চলাচলও অসম্ভব হয়ে পড়েছে। এছাড়া সড়কটির পার্শ¦বর্তী মাটি ভাঙ্গা অব্যাহত থাকায় চৌধুরী বাড়ীর ১ একর ৯৬ শতক একটি বিশাল পুকুর ও করাব ‘চৌধুরী হাটি’ জামে মসজিদ-ঘাটলাটিও পুকুরটিতে বিলীন হবার উপক্রম হয়েছে। অথচ তা জেনেও স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি এলজিইডি কর্তৃপক্ষও সম্পূর্ন্ন নিরব। সূত্র জানায়, সংশ্লিষ্ট প্রকৌশলীর নিয়ন্ত্রনে থাকা জরুরী তহবিল থেকে এই সড়কটি মেরামতের সুযোগ থাকলেও তা করা হচ্ছে না। অথচ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের খুশী করতে অনেক কাজ তাৎক্ষনিক করে ফেলেন কর্তৃপক্ষ। করাবের এই সড়কটি সরেজমিন পরিদর্শনে গেলে সংশ্লিষ্ট ইউপির প্রাক্তণ চেয়ারম্যান মরহুম নজিবুর রহমান চৌধুরী মাখন মিয়ার বড় পুত্র ব্যবসায়ী হাবিবুর রহমান চৌধুরী রিপন, ইউপি মেম্বার প্রিয়তোষ, শিক্ষক সাইফুর রহমান ওরফে সোয়া মিয়া ও প্রধান শিক্ষক হাফিজুর রহমান আক্ষেপ করে বলেন, এই গ্রামের আশপাশের অনেক সড়ক মন্দের ভাল কিছু না কিছু সংস্কার হলেও আব্দুল গণি সড়কটি যেন কোন এক কারনে জনপ্রতিনিধিদের রোষানলে। আর এ সুযোগে এলজিইডি কর্তৃপক্ষ সড়কটির বেহাল অবস্থা দেখেও না দেখার ভান করছে। এ সমাস্যা সমাধানে আমরা যোগাযোগ মন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ চাই।