স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদের নির্বাচনে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক হতে গেলে কোনো ধরণের রাজনীতি বা মামলায় অভিযুক্ত কিংবা টাকা তছরুপের সাথে জড়িত থাকলে কোনো ব্যক্তি এলাকা পরিচালক হতে পারবেন না। অথচ ২০১৯ সালের হবিগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির নির্বাচনে ৪নং মাধবপুর এলাকা পরিচালক হিসেবে মোঃ শাহ আলম পরিচালক পদে নির্বাচিত হন। তখনকার সময়ে তার বিরুদ্ধে রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগ ছিলো।
অভিযোগ রয়েছে, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নির্বাচিত হওয়ার পর শাহ আলম। তার বিরুদ্ধে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ করেন ঝারু মিয়া। বিদ্যুৎ লাইন নির্মাণ, রাইস মিল ও শিল্প প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে আর্থিক অভিযোগ আনা হয় শাহ আলমের বিরুদ্ধে। ঝারু মিয়া তার বিরুদ্ধে আদালতেও মামলা দায়ের করেন।
উল্লেখিত অভিযোগ থাকার পরও আসন্ন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক পদে নির্বাচিত হতে জোর তদবির চালিয়ে যা”েছন শাহ আলম।
জানা গেছে, মাধবপুর ৪নং এলাকা পরিচালক হতে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও রহস্যজনক কারণে ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি। ২০১৯ সালের নির্বাচনেও শাহ আলম এককভাবে মনোনয়নপত্র দাখিল করেন এবং এলাকা পরিচালক নির্বাচিত হন।
তবে শাহ আলম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সুজিত কুমার বিশ^াসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়টি নির্বাচন কমিশনার জানেন।
নির্বাচন কমিশনার রাজিব জানান, কোনো ধরনের রিপোর্ট পেলে ব্যব¯’া নেয়া হবে।