কিবরিয়িা চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবীতে প্রতিকী অনশন কর্মসূচি ও সমাবেশ গতকাল শনিবার ৪টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত অনশন কর্মসূচিতে নবীগঞ্জের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মঞ্চে বক্তব্য রাখেন, সরকারী ও বিরোধী দলের নেতাকর্মীরা। বিকাল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ বাহুবল এলাকার সংসদ সদস্য জাতীয় পাটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু, অনশন কর্মসূচিতে অংশ গ্রহন করে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দকে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান। পরবর্তীতে এলাকার বিশিষ্ট মুরব্বি শাহনুর আলমের সভাপতিত্বে ও সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা শিহাব আহমদ ও আব্দুল মুকিতের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা অধ্যাপক নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র ও নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক মন্ত্রী ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী ওবাদুল কাদের হেলাল, সিনিয়র সাংবাদিক এম এ আহমদ আজাদ, সচেতন নাগরিক সমাজের সাধারন সম্পাদক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, বিশিষ্ট আইনজীবি ও সমাজ সেবক দেওয়ান মিনহাজ গাজী, সচেতন নাগরিক সমাজের অন্যতম নেতা হাজী আতাউর রহমান, ডাঃ আজিজুর রহমান, মাওলানা মুস্তফা আহমদ, সাবেক এমপি খলিলুর রহমান চৌধুরী রফির তনয় মিজানুর রহমান চৌধুরী শামিম, সিলেট জেলা বারের আইনজীবি এডভোকেট আবুল ফজল, পল্লীবিদ্যুৎ পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা জাপা নেতা মুরাদ আহমেদ, আওয়ামীলীগ নেত্রী শেখ সইফা রহমান কাকুলী, নেতা শফিকুল ইসলাম সেলিম, সৈয়দ আনহার আলী, মাওলানা আব্দুর রকিব খক্কানী, কলেজ ছাত্রদল নেতা ওলিউর রহমান, কাজী হেলিম উদ্দিন প্রমূখ। সমাবেশে আগামী ২২ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহা-সড়ক অবরোধের ঘোষনা দেওয়া হয়।