সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

উৎসবমূখর পরিবেশে শ্রীমঙ্গল প্রেসক্লাবের আনন্দ সম্মেলন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ কমলগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল টিলাগাও ইকো রির্সোটে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী এই আনন্দ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডাঃ সত্যকাম চক্রবতী। বিশেষ অতিথি ছিলেন, লন্ডন প্রবাসী সেলিম আহমদ, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, শ্রীমঙ্গল পোস্ট মাস্টার আব্দুল মতিন, অধ্যাপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার, সাঈদা রহমান নিপা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তানভীর বীন রফিক সাজু, প্রকৃতি প্রেমী সজল দেব, সুব্রত চক্রবর্তী, টিলাগাও ইকো রিসোর্টের পরিচালক এ এস এম মাহমুদুর রহমান বাংলা, টিলাগাও ইকো রিসোর্টের ম্যানেজার সুহেল আহমদ। অনুষ্ঠানে স্মৃতি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কার তুলেদন অতিথিরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী তারেক ইকবাল চৌধুরী, শ্যামল আচার্য্য, ইমন কল্যাণ দেব চৌধুরী, অর্জুন ভদ্র ও নিপা। অনুষ্ঠান পরিবালনা কমিটির আহবায়ক শিমুল তরফদার, সদস্য নান্টু রায় ও সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়নের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যসহ আরো শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠনের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, প্রেসক্লাবের সদস্যদের আনন্দ দিতে প্রতিবছরই একটি আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারো এই অনুষ্ঠানের আনন্দযোজ্ঞে সম্পৃক্ত ছিল বিভিন্ন প্রতিযোগীতা, পৃথক পৃথক র‌্যাফেল ড্র., সাস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালা। এ ছাড়াও আনন্দ সম্মেলনের বিভিন্ন কর্মকার্ন্ডে দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের কার্যকরি সভাপতি শামীম আক্তার হোসেন, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাপ্তাহিক আলোকনে সম্পাদক হুমায়ুন কবির রিপন, চৌধুরী ভাস্কর হোম, ইমন কল্যাণ দেব চৌধুরী, অসীম পাল শ্যামল, শফিকুল ইসলাম রুম্মন, সুমন বৈদ্য, বঙ্গ কবি লুৎফুর রহমান, রাজু দেব রিটন, রাসেল আহমদ, রাজকুমার সিংহ, বর্ন চক্রবর্তী, কে এস এম আরিফ, আল ইব্রাহিম, কাজল হাজরা, শাখাওয়াত লিমন, জীবন দেব ও অর্জুন দাশসহ অনান্য সদস্যরা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com