মাধবপুর প্রতিনিধি ॥ জোড় করে কেন্দ্র দখল করা, জাল ভোট দেয়া বা ভোটারদের হুমকি বা ভয় দেখানো এমন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক সে কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করে দেওয়া হবে। এছাড়া এই কাজে জড়িতদের আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাধবপুরে উপজেলাধীন জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোটারেরা নিজেদেন ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সে দিকে প্রশাসন সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করবে।
গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সালের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুবের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ। এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন, মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান মিনজাহ উদ্দিন চৌধুরী কাসেদ, কাউন্সিলর আব্দুল হাকিম, সংরক্ষিত মহিলা মেম্বার শ্যামলী দেব, সাংবাদিক আইয়ুব খান, এরশাদ আলী, আজিজুর রহমান জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাস গুপ্ত, চেয়ারম্যান মাসুদ খান। এছাড়াও জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।