স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ তালুকদার ইকবাল। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ মামুন চৌধুরী, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মঈনুল হাসান রতন, জালাল উদ্দিন রুমি, কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ। এতে অংশ নেন-উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহ মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের কামরুল হাসান প্রমুখ। এ সময় ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।