স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পারভীন আক্তার (২০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে সদর থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ চট্টগ্রামের পতেঙা থেকে তাকে গ্রেফতার করেন। সে ওই গ্রামের জুলফিকার আলি ভুট্টোর স্ত্রী।
সম্প্রতি তাকে আদালত মাদক মামলায় যাবজ্জীবন সাজা দেন এবং ২৫ হাজার টাকা জরিমানা করেন। এরপর থেকেই সে গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে সদর থানার পুলিশ।