স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এর (নৌকা) মার্কাকে সমর্থন করেছে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নবাসী। গতকাল রাত ১, ২ ও ৩নং ওয়ার্ডে আয়োজিত নির্বাচনীয় সভায় এ সমর্থন জানানো হয়। সভায় লোকজনের উপস্থিতি জনসভায় পরিণত হয়। সকলের মুখে মুখে নৌকার স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল।
সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল বলেন- জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি আজীবন বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর সেবা করে যেতে চাই। জনসভায় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান, বানিয়াচং উপজেলার সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলী, সহ-সভাপতি হীরেন্দ্র পুরকায়স্থ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ লোকমান মিয়া, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট ফেরদৌস মিয়া, বিশপাশা ইউনিয়নের চেয়ারম্যান নলিউর রহমান তালুকাদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিনসহ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তার মরহুম পিতা এই আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শরীফ উদ্দিন আহমেদের ছেলে। তার পিতা যেমন একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। মরহুম শরীফ উদ্দিন আহমেদ আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তার আদর্শ বুকে ধারণ করে তার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল জনকল্যাণে কাজ করছেন। বিশেষ করে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। বিগত করোনা ও বন্যার সময় রুয়েল তাদের পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনাও রুয়েলের সকল কিছু বিবেচনা করে নৌকা প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। জননেত্রী শেখ হাসিনা রুয়েলকে প্রার্থী করায় অতীতের ন্যায় এবারও বানিয়াচং-আজমিরীগঞ্জে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।