কিবরিয়া চৌধুরী/মোঃ আলমগীর মিয়া/জাবেল মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে প্রাইভেট মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহা-সড়কের নবীগঞ্জ উপজেলার বাজার সৈয়দপুরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-নবীগঞ্জ কামালপুর গ্রামের মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (২৪), নবীগঞ্জ সদর ইউনিয়নের তিমিরপুর গ্রামের নবীগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের ইমাম নবীগঞ্জ সদর ইউনিয়নের তিরিপুর গ্রামের মাওলানা হাফিজুর রহমান (৪০) ও তাঁর বাবা কাজী সাঈদ (৯০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার সকাল অনুমান সাড়ে ১০টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা যাত্রাবাহী একটি সিএনজি (হবিগঞ্জ-থ-১১-১০৭৬) নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
সিএনজিটি সৈয়দপুর বাজারের নিকটে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি প্রাইভেট মাইক্রোর (ঢাকা-মেট্রো চ-১৪-১১৮৬) সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (২৪), মাওলানা হাফিজুর রহমান। আশংকাজনক অবস্থায় কাজী সাঈদকে সিলেট মেডিকেলে নিয়ে যাবার সময় পথিমধ্যে তিনি মারা যান। আহতদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।
এদিকে এক বিবৃতিতে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন। বিবৃতিতে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।