প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্রনেতা মোঃ আব্বাস উদ্দিন এর বাড়িতে পুলিশি তান্ডবের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, হবিগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শাম্মী আক্তার, যুগ্ম আহবায়ক শেখ সুজাত মিয়া, মোঃ মিজানুর রহমান চৌধুরী, এডঃ মোঃ নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক এনাম, ডা. আহমুদুর রহমান আব্দাল, এডঃ মোঃ এনামুল হক সেলিম, এডঃ কামাল উদ্দিন সেলিম এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৩ ডিসেম্বর অবরোধের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে স্থানীয় সুলতান মাহমুদপুর এলাকায় হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আব্বাস উদ্দিন এর বাড়িতে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালায় এবং তার পরিবারের সদস্যদের সাথে চরম অশোভন আচরন করে। বাড়ীতে অবস্থানরত মহিলারা এসব কর্মকান্ডের প্রতিবাদ করলে আব্বাস উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসার চেষ্টা ও মানসিক নিপীড়ন করে পুলিশ।
উল্লেখ্য, ওইদিন একটি গণতান্ত্রিক কর্মসূচী পালনের প্রস্তুতির সময় পুলিশ এলাকার সকল রাস্তায় অবস্থান নিয়ে নেতাকর্মীদের গ্রেফতারের চেষ্টা চালালে আত্মরক্ষার্থে জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এডঃ কামাল উদ্দিন সেলিম, জেলা কৃষকদল আহবায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আওয়াল, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদসহ অনেক নেতাকর্মী আহত হন। পুলিশ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম ও সাবেক সহ-কোষাধ্যক্ষ ইউ/পি মেম্বার আবুল বাসার জুম্মনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরন করে। পরবর্তীতে পুলিশ আব্বাস উদ্দিন এর বাড়িতে থাকা তিনটি মোটরসাইকেলও থানায় নিয়ে যায়। নেতৃবৃন্দ বলেন, এহেন কর্মকান্ড কোন মতেই গনতান্ত্রিক কোন সভ্য রাষ্ট্রের পুলিশের কাজ হতে পারে না। হবিগঞ্জ জেলা বিএনপি’র পক্ষ থেকে নেতৃবৃন্দ উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।