নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর ভোর ৬ টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা হয়। পরে স্থানীয় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দেব অনুপের নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, যুবলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবি সংগঠনের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন।
সকাল ৯ টায় নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড্ডীয়ন করে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার দেব অনুপ ও থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। পরে পুলিশ বাহিনী, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দল কুচকাওয়াজ সালাম প্রদান করেন। এ সময় শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন এবং যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্টিত হয়। বিকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।