মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বড় বহুলা গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র সৈয়দ আলী (৪৯), হবিগঞ্জ পৌরসভার রাজনগর এলাকার সাদ্দত আলীর পুত্র সাইদুর রহমান (৩২) ও চুনারুঘাট উপজেলার আদমপুর গ্রামের আক্কাছ আলীর সাথে আজিম উল্লা (২১)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা বাজার থেকে চমকপুর রাস্তার নুর মিয়া মার্কেটের সামন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা এবং গাঁজা বহনকারী একটি পিক-আপ গাড়িসহ তাদেরকে গ্রেফতার করে।