স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার জেকে উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) এর আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর বড় ভাই মাহবুব চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, বার্ধক্য জনিত কারণে গত বৃহস্প্রতিবার বেলা ১ টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা জে,কে উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রথম জানাজা ও দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বদরদিতে বিকেল ৪ টা ২০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, এক ভাইসহ অনেক গুনগৃহী রেখে গেছেন।