স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকাঠ ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে দুর্জয় হবিগঞ্জে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন সরকারী দপ্তর শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে এক আলোচনা সভা জেলা প্রশাসনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে হবিগঞ্জে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।