শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

বানিয়াচংয়ে লিগ্যাল এইড এর প্রচারণামূলক সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে লিগ্যাল এইড এর প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সম্পা জাহান বলেন- অসহায়, হতদরিদ্র মানুষদের আইনী সেবায় কাজ করছে জেলা লিগ্যাল এইড অফিস। তিনি আরও বলেন- যারা টাকা পয়সার অভাবে তাদের ন্যায্য অধিকার তথাপি আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য বর্তমান সরকার এই লিগ্যাড এইডের সহায়তায় হাজার হাজার অসহায় মানুষকে আইনী সেবার মাধ্যমে তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। গ্রাম পর্যায়ে লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল গুলোতে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদের যেকোন প্রকার আইনী সহায়তার জন্য আমাদের স্মরণাপন্ন হবেন, আমরা আন্তরিকভাবে আপনাদের সহযোগীতা করে যাব। এছাড়া আমাদের ০১৭০১২৬৭৩৯৩ হট লাইন নাম্বারে ফোন দিয়েও এ সেবা পেতে পারেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া) বলেন, আমার ইউনিয়নের একটি মানুষও যেন টাকার অভাবের কারণে তাদের আইনী সেবা থেকে বঞ্চিত না হন সে বিষয়ে আমরা সম্মিলিতভাবে জেলা লিগ্যাল এইডের সহায়তায় সেবা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করব।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে অত্র ইউনিয়নের ইউ’পি সচিব মোঃ রুবেল মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, ইউডিসি উদ্যোক্তা এ কে এম নেছার আহমেদ, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com