মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন” এই স্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে লিগ্যাল এইড এর প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টায় ২নং বানিয়াচং উত্তর-পশ্চিম ইউনিয়ন প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সম্পা জাহান।
প্রধান অতিথির বক্তব্যে সম্পা জাহান বলেন- অসহায়, হতদরিদ্র মানুষদের আইনী সেবায় কাজ করছে জেলা লিগ্যাল এইড অফিস। তিনি আরও বলেন- যারা টাকা পয়সার অভাবে তাদের ন্যায্য অধিকার তথাপি আইনী অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য বর্তমান সরকার এই লিগ্যাড এইডের সহায়তায় হাজার হাজার অসহায় মানুষকে আইনী সেবার মাধ্যমে তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। গ্রাম পর্যায়ে লিগ্যাল এইড এর কার্যক্রম সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চল গুলোতে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনাদের যেকোন প্রকার আইনী সহায়তার জন্য আমাদের স্মরণাপন্ন হবেন, আমরা আন্তরিকভাবে আপনাদের সহযোগীতা করে যাব। এছাড়া আমাদের ০১৭০১২৬৭৩৯৩ হট লাইন নাম্বারে ফোন দিয়েও এ সেবা পেতে পারেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দারুজ্জামান খান (ধন মিয়া) বলেন, আমার ইউনিয়নের একটি মানুষও যেন টাকার অভাবের কারণে তাদের আইনী সেবা থেকে বঞ্চিত না হন সে বিষয়ে আমরা সম্মিলিতভাবে জেলা লিগ্যাল এইডের সহায়তায় সেবা প্রাপ্যতার বিষয়টি নিশ্চিত করব।
উক্ত সভায় অন্যান্যদের মধ্যে অত্র ইউনিয়নের ইউ’পি সচিব মোঃ রুবেল মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান, ইউডিসি উদ্যোক্তা এ কে এম নেছার আহমেদ, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন।