স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জেলা সদর হাসপাতালে আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধার নির্বাহী নুরুল ইসলাম। এ সময় সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুরুল হক, তত্বাবধায়ক আমিনুল হক সরকার উপস্থিত ছিলেন।
এ বছর জেলায় মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
হবিগঞ্জের ৯ উপজেলার ১ হাজার ৮৮৬ কেন্দ্রে ০৬-১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ শিশুকে ১টি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপস্যুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে।