আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে উপজেলা নবযোগদানকৃত উপজেলা নির্বাহি অফিসার এ.কে.এম ফয়সাল এর সাথে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও সুধী বৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার নবাগত নির্বাহী অফিসার এ. কে. এম. ফয়সাল সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন, ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, সাহাবুদ্দিন আহমেদ, আলাউদ্দিন, মিজানুর রহমান, মীর খোরশেদ, মাহবুবর রহমান সোহাগ, সৈয়দ মোঃ সোহেল, মাসুদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ অলিদ মিয়া প্রমুখ।
নবাগত নির্বাহী কর্মকর্তা এ.কে.এম ফয়সাল বলেন, এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের আগামীদিন গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি নিয়ম-নীতির মধ্যে মাধবপুর উপজেলার জন্য ভালো কিছু করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।