স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকা থেকে রাসু বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালে স্টেশনের পশ্চিম দিকে পরিত্যক্ত জায়গায় লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর ছাব্বির আলী ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে উদ্ধার করে নিয়ে আসেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ইনচার্জ মৃতের স্বজনদের বরাত দিয়ে জানান, দীর্ঘদিন ধরে ওই নারী মানসিক রোগে ভোগছিলেন। তার মাথায় টিউমার ছিলো। তিনি সরাইল গ্রামের বাসিন্দা।
এ রিপোর্ট লেখাকালে লাশ পুলিশের জিম্মায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে লাশ দেয়া হবে।