স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন বন্ধন ১৯৮২-৮৩ ব্যচের বনভোজন মৌলভীবাজারের রাঙ্গাউটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। বন্ধন এর সদস্য মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় গত ৯ ডিসেম্বর বনভোজন অনুষ্ঠিত হয়। বনভোজন অনুষ্ঠানটি ছিল খুবই প্রাঞ্জল ও মনোমুগ্ধকর। সকাল থেকেই ছোটবেলার স্মৃতিচারণসহ স্বরচিত কবিতা, গান, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত হয়। বন্ধন ১৯৮২-১৯৮৩ ব্যাচের অনেক বন্ধু ব্যক্তিগত অসুবিধার কারণে এতে অংশগ্রহণ করতে পারেন নি। যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বন্ধন সভাপতি মোঃ জিতু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কুদ্দুছ আলী মনোহর, সহ-সভাপতি মোঃ ফজলুর রহমান, সৈয়দ নকিবুর রহমান, আব্দুল হাদী চৌধুরী, বিজয় বাবু, রমেশ চন্দ্র দাস, আলহাজ্জ্ব মোঃ কতুব উদ্দিন, আলহাজ্জ্ব আব্দুল আজিজ, আমিনুল ইলাম, আকরাম আলী, লাল চান, দীপক বাবু প্রমুখ।
মৌলভীবাজার পৌরসভার মেয়র এবং সৈয়দ নকিবুর রহমানকে আতিথিয়েতার জন্য ধন্যবাদ জানানো হয়।