স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রাক্তণ মেম্বার ও উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট শালিস বিচারক মোঃ ইদ্রিস মিয়ার লাশের লাফন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটায় উত্তর সাঙ্গর গ্রামে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। জানাযার নামাজের পূর্বে মরহুমে কর্মময় জীবনী নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মন্দরী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া, মন্দরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এইচএম জাহির, মোঃ নোমান, মরহুমের ছোট ছেলে পৌর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল।
এ সময় বক্তারা বলেন- মরহুম ইদ্রিছ মিয়া দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। তিনি এলাকার উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক ভাবে কাজ করে গেছেন। যা আজীবন মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হয়।
গত শনিবার রাত দেড়টা সময় হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইদ্রিছ মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।