শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৮ বস্তা গাঁজা উদ্ধার চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী লাখাইর যুবক নিহত হবিগঞ্জ সদর হাসপাতালে তিল ধারনের ঠাই নেই মাধবপুরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন গ্রেপ্তার জুমার খুৎবায় মাওলানা মাসরুরুল হক ॥ ঘুমন্ত মানুষের উপর হামলা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আঁখের রস দিয়ে লালি গুড় এবং গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে চাষিরা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে জি কে গউছের শোক প্রকাশ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ জন আসামী গ্রেফতার মাধবপুরে ১শ কেজি গাঁজাসহ ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব হবিগঞ্জে বিভাগীয় কমিশনার রেজা উন-নবী ‘মানসিক শক্তি মানুষের কর্মস্পৃহা বাড়িয়ে দেয়

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ রাশেদুল হককে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক দায়িত্ব পালনে সফল বলে মন্তব্য করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। তিনি বলেন রাশেদুল হককে আমি চুনারুঘাটের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে দায়িত্ব দিয়েছিলাম। রাশেদুল হক আমার সেই নির্দেশনা অনুযায়ী অত্যান্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে সীমান্ত এলাকায় মাদক নির্মূলসহ চুরি ডাকাতি বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি একজন সফল অফিসার ইনচার্জ হিসেবে আজ বিদায় নিয়েছেন এবং আমি তার সাফল্য কামনা করছি।
গতকাল ১১ ডিসেম্বর সোমবার রাত ৯টায় চুনারুঘাট থানা পুলিশের আয়োজনে থানা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চুনারুঘাট থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলি। উপপরিদর্শক এসআই অজিত কুমার তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস মো: সামছুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। পাইকপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ওয়াহেদ আলী, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো: জামাল হোসেন লিটন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, থানার উপপরিদর্শক লিটন রায়, সহকারী উপপরিদর্শক সারোয়ার হোসেন প্রমুখ। সংবর্ধনায় বক্তারা বলেন, ওসি রাশেদুল হক একজন উদার মনের মানুষ। সব সময় জনগণের সেবক হিসেবে এ থানায় কর্মরত ছিলেন। তিনি নতুন কর্মস্থলে ভাল থাকুক সেটাই কামনা করেন।
অনুষ্ঠানে অফিসার ইনচার্জ রাশেদুল হকের বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। চুনারুঘাট উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরে বলেন, সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। সরকারের নির্দেশনা বাস্তবায়ন করতে গিয়ে আমাকে কঠোর হতে হয়েছে। কারোর সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব নয়। নিজ প্রয়োজনে কিছু করি নাই। যা করেছি, সবটুকু দাপ্তরিক প্রয়োজনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com