এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কম্পাউন্ডে গৃহকর্মী অঞ্জনা নম’র (১৬) হত্যাকারী সজল ও সহযোগীদের গ্রেপ্তার এবং বিচার দাবিতে গতকাল শহরের নতুন বাজার মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের বিভিন্ন সড়কে খন্ড খন্ড মিছিলে নতুন বাজার মোড়সহ সাড়া শহর মুখরিত হয়ে উঠে। আসামীদের গ্রেপ্তার ও ফাসির দাবিতে উত্থাল জনসমুদ্রে বজ্রকণ্ঠে শপথ নেন হাজারো জনতা। এছাড়াও নিহতের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সদস্য আবদুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। সমাবেশ শুরুর এক পর্যায়ে সেখানে উপস্থিত হন হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সহকারী পুলিশ সুপার নাজমুল হক ঘটনার পর পরই মামলা গ্রহণে নবীগঞ্জ থানা পুলিশের অবহেলার দায় শিকার করে নেন। আন্দোলন মুখর জনতা তা উপভোগ করেন। পুলিশ ও জনতার মিশ্রণে ভিন্নমাত্রা যুক্ত হয়। প্রধান অতিথি সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, দরিদ্র যুবতী অঞ্জনা জীবিকার তাগিদে গৃহকর্মী হিসেবে হাসপাতালের প্রধান অফিস সহকারী সজল কান্তি দেবের বাসায় কর্মরত ছিল। তার কোন অপরাধ ছিলনা। কেন তাকে হত্যা করা হলো? ঘাতককে পালিয়ে যেতে কারা সহযোগিতা করল? বিবেকবান মানুষকে কেন আজ অঞ্জনা হত্যার বিচার চেয়ে মাঠে নামতে হলো ? পাষন্ড সজল কান্তি দেব ও তার সহযোগীরা পরিকল্পিত ভাবে হত্যা করে তার নিথর দেহ তালাবদ্ধ ঘরে রেখে যায়। কেয়া চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে এবং সজলকে আটক করে। কিসের বিনিময়ে এবং কাদের ইন্ধনে তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হল? ওসিকে জিজ্ঞেস করেও এর কোন জবাব পাওয়া যায়নি। আন্দোলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, অঞ্জনা হত্যাকান্ড নিয়ে বেশী ঘাটাঘটি না করার জন্য আমাকেও বিভিন্ন মহল থেকে বলা হয়েছে। আমি তাদের বলেছি, জনপ্রতিনিধির কাজ হচ্ছে সাধারন মানুষের সংকটে পাশে দাড়ানো। তাদের অধিকার নিয়ে কাজ করা। পিএম রিপোর্ট নিয়ে শংকিত ছিলাম। সিভিল সার্জন জানিয়েছেন রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে। এতেই প্রমাণিত হয়েছে জনতার আন্দোলন সঠিক। সজল কান্তি দেবকে প্রত্যাহারের সমালোচনা করে বলেন, হত্যা মামলায় অভিযুক্ত এবং পিএম রিপোর্টে হত্যার আলামত পাওয়ার পর তাকে আইন মোতাবেক বরখাস্ত করতে হবে। তিনি বলেন, হতভাগা অঞ্জনার পরিবারকে শান্তনা দেয়ার ভাষা খুঁজে পাচ্ছিনা। হত্যাকান্ড নিয়ে সস্তা রাজনীতি করতে চাইনা। আন্দোলকারীদের সাথে আমার কোন যোগাযোগ নেই। পূর্ব পরিচিতিও নেই। বিবেকের তাড়নায় এবং বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার রাজনৈতিক চেতনায় হতভাগী অঞ্জনার বিচারের আন্দোলনে সংহতি জানাচ্ছি। আজকের এই সমাবেশে আমাকে প্রধান অতিথি করা হবে জানতাম না। অঞ্জনার বাবার আবদার রক্ষা করতেই এখানে এসেছি। মেয়েদেরকে মায়ের জাত হিসেবে উল্লেখ করে কেয়া চৌধুরী আরো বলেন, উপস্থিত যুবক ভাইদের বলতে চাই, আয়নায় নিজেদের চেহারা দেখে প্রশ্ন করে দেখুন আপনাদের দারা কোন ছাত্রী, গৃহবধু ও যুবতী কি নিগৃহিত হয়েছে? নারী জাতিকে ভোগের সামগ্রী ভাবার দিন শেষে হয়েছে তারা এখন আর ভোগের সামগ্রী নয়। নারীদেরকে তাদের অধিকার নিয়ে বাঁচতে সহায়তা করুন। মর্মান্তিক হত্যাকান্ডের বিচার নিয়ে সস্তা রাজনীতি না করার জন্য তিনি সকল মহলের প্রতি আহবান জানান। পুলিশের উদ্দেশ্যে তিনি বলেন, ঘাতক সজলের খুটির জোর কোথায়? বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কারণ অভিযানের খবর ঘাতকের কাছে পৌছে যায়। কোন অজুহাত না দেখিয়ে অবিলম্বে ঘাতক সজল ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে হবে।
সভায় হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, রাঘব বোয়ালদের সাথে আমার চাকুরি জীবনে কখনও সু-সম্পর্ক ঘরে উঠেনি। পুলিশ কর্মকর্তা ছাড়াও দেশের একজন নাগরিক হিসেবে সাধারন মানুষের সাথে সু-সম্পর্ক গড়ে তোলেছি। নবীগঞ্জ থানা পুলিশের বিরোদ্ধে অভিযোগ বিষয়ে বলেন, পিএম রিপোর্টে হত্যার আলামত পাওয়া গেছে। আইন অনুযায়ী পুলিশের দায়েরকৃত অপমৃত্যুর মামলা ফাইনাল হবে এবং অঞ্জনার পিতার দায়েরকৃত মামলায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। জনতার প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, বক্তব্যে অনেক অসঙ্গতি দেখতে পাচ্ছি। অভিযুক্ত সজল কান্তি দেবকে ছেড়ে দেয়ায় ওসির বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা, জনপ্রতিনিধির প্রশংসা, গ্রেপ্তার ও বিচার নিয়ে কথা বলেছেন। সুনির্দিষ্ট ও ন্যায় সঙ্গত দাবি নিয়ে আন্দোলন করতে হবে। পুলিশ সুপার বলেন, চাঞ্চল্যকর মামলা হিসেবে আমি নিজেই মনিটরিং করব। অহেতুক মিথ্যা আশ^াস দেবনা। দ্রুত আসামীদের গ্রেপ্তারে সর্বাত্বক উদ্যোগ নেয়া হবে। ওই মামলায় নবীগঞ্জ থানা পুলিশের সংশ্লিষ্টতা থাকবেনা। ওসির বিরুদ্ধে সকল অভিযোগ খতিয়ে দেখা হবে। সহকারী পুলিশ সুপার নাজমল হক বলেন, আসামীদের গ্রেপ্তারে সর্বাত্বক চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনার শুরুতে অভিযুক্ত সজল কান্তি দেবকে থানায় নেয়ার পর ছেড়ে দেয়া উচিত হয়নি। পুলিশের ঘাপলার দায় শিকার করেন তিনি। এসময় উপস্থিত জনতা ওসির অপসারণ দাবি করেন।
উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, অঞ্জনার বাড়ীতে গিয়ে পরিবারের লোকজনকে শান্তনা দিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি। অবিলম্বে হত্যায় অভিযুক্ত আসামীদের গ্রেপ্তার ও সুষ্ঠ বিচার দাবি করেন তিনি।
এছাড়াও আয়োজিত সভায় বক্তারা বলেন, তালাবদ্ধ গৃহে অঞ্জনার লাশ উদ্ধার এবং আটক সজল কান্তি দেবকে ছেড়ে দেয়ার রহস্য উদঘাটন প্রয়োজন। ওই সময় থানার ওসি লিয়াকত আলী সজলের সাথে বৈঠক করেন। অঞ্জনার পিতা রাজেন্দ্র নম’র নিকট থেকে অপমৃত্যুর মামলায় স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন। এরকম দায়িত্ব জ্ঞানহীন ওসির প্রয়োজন নেই। এছাড়াও একজন অফিস সহকারী হয়ে কিভাবে তিনি ডাক্তার কলোনী রজনী গন্ধার থাকতেন এই রহস্য উদঘাটন প্রয়োজন। তাহলেই থলের বিড়াল বের হয়ে আসবে। সংসদ সদস্য কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তারা বলেন, হবিগঞ্জ সমন্বয় কমিটির সভায় এসব নিয়ে তিনি কথা না বললে ঘটনা ধামাচাপা দেয়া হতো। স্থানীয় সংসদ মুনিম চৌধুরী বাবু এবং অন্যসব জনপ্রতিনিধির নিরবতায় ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, অঞ্জনা হত্যার আন্দোলন নিয়ে সংসদ সদস্য মুনিম চৌধুরী বাবু আন্দোলনকারীদের হুমিকে দিয়েছেন। বিশৃংখলাকারী হিসেবে কটাক্ষ করেছেন। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি এরকম করতেন না। তার দেয়া বক্তব্যের জন্য বিবৃতি না দিয়ে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জনতার আদালতে বিচার হবে। নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক অলিউর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র রিজভী আহমদ খালেদ, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামীম আহমদ চৌধুরী, বাসদ নেতা চৌধুরী ফয়ছল শোয়েভ, আবদুর রকিব, হারুনুর রশীদ হারুন, জমিয়ত নেতা মাওলানা আব্দুর রকিব হক্কানী, আবদুল আলীম ইয়াছিনী, মাওঃ শুয়েভ আহমদ, মোস্তফা আল হাদি, মনর উদ্দিন, যুবলীগ নেতা রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, সাহেব আলী, আহমদ ঠাকুর রানা, উপজেলা জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, জাপা নেতা এম এ খালিক, রুহুল আমিন প্রমূখ।
উল্লেখ্য, নবীগঞ্জ সদর উপজেলার দত্ত গ্রামের বাসিন্দা রাজেন্দ্র নম’র কন্যা অঞ্জনা নমকে (১৬) ধর্ষন ও হত্যার অভিযোগে উত্তপ্ত উপজেলার জনপদ। হাসপাতালের প্রধান অফিস সহকারী সজল কান্তির বাসায় গৃহকর্মী হিসেবে কর্মরত ছিল। ১৬ আগষ্ট শনিবার তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়।