স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের গুড়ি গুড়ি বৃষ্টিতে শায়েস্তাগঞ্জের সুদিয়াখলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে যাত্রীদের দাবি ওই সড়ক দিয়ে মাটি বোঝাই ট্রাক্টর চলাচলের ফলে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। চালক ব্রেক করার সাথে সাথে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেসের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে করে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আমরা খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছি।