স্টাফ রিপোর্টার ॥ আগামী ১২ ডিসেম্বর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে হবিগঞ্জের ৩ লাখ ৪৫ হাজার ৫৯৪ জন শিশুকে ভিটামিন এপ্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল সকালে হবিগঞ্জ সদর হাসপাতালের সভাকক্ষে সাংবাদিক সাথে প্রেসব্রিফিংকালে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন অফিস হবিগঞ্জের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়নে আগামী ১২ ডিসেম্বর জাতীয় এপ্লাস ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ২২৬ জন সবুজ রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪ হাজার ৩৬৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে পরিবার ও পরিকল্পনা বিভাগের ৪৪৭ জন, স্বাস্থ্য বিভাগের ২৬৬ জন মাঠ কর্মী দায়িত্ব পালন করবেন এবং ১ হাজার ৮৮৬ টি ইপিআই কেন্দ্রের স্থায়ী, অতিরিক্ত ও আউটরিচ এবং ২১৫ টি সিএইচপিতে একযোগে কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়াও ক্যাম্পেইনে ৩ হাজার ৭৭০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ কলিম উল্লাহ শিকদার এর পরিচালনায় প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ নাহিজ, সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, সাবেক সভাপতি এডঃ মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, এডঃ সফিকুর রহমান চৌধুরী, এডঃ রুহুল হাসান চৌধুরী, হারুনুর অর রশিদ চৌধুরী, মোহাম্মদ শাবান মিয়া, চৌধুরী মোঃ ফরিয়াদ, রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ্ ফখরুজ্জামান, সৈয়দ এখলাছুর রহমান খোকন, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, রাশেদ আহমেদ খান প্রমূখ। ব্রিফিংয়ে টিকার উপকারীতার বিভিন্ন বিষয় তুলে ধরেন মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এম ও ডি সি) ডা. শরীফ মো: সানজিদ জামান।