স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার থেকে দিপংকর সরকার নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআই রাজন চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে মাদকের মামলায় আদালত থেকে সাজা পরোয়ানা রয়েছে। এতদিন সে আত্মগোপনে ছিলো। সে ওই এলাকার চন্দ্রিমা ৩৮ নম্বর বাসার মৃত দূর্গাচরণ সরকারের পুত্র। গতকাল বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।