চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বিয়ের ১৬ বছর পর স্ত্রীর যৌতুকের করা মামলায় স্বামী মোঃ ফরিদ আহমেদ (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ফরিদ আহমেদ পৌর শহরের বাল্লা রোডস্থ মৃত আনোয়ার আলীর পুত্র। গতকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। জানা যায়, ২০০৭ সালের ১১ মে পারিবারিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর উত্তর পাড়া এলাকার মৃত শাহজাহান মিয়ার মেয়ে তানজিনা (৩৪) সঙ্গে বিয়ে হয় ফরিদ আহমেদের। ১৬ বছরের দাম্পত্য জীবনে তাদের ৫ ছেলে মেয়ে জন্ম গ্রহণ করে এর মধ্যে ৩ সন্তান জমজ। বিয়ের পর কয়েকটা বছর সুখে শান্তিতে অতিবাহিত হলেও ৩ বছর যেতে না যেতেই তাদের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক জানান, যৌতুক বিরোধ আইনের ৩ ধারায় ফরিদ আহমেদের স্ত্রী তানজিনা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফরিদ আহমেদ, তার মা মোমেনা খাতুন ও ভাই মাসুদ আহমেদের নামে মামলা দায়ের করেন। এ মামলায় তার মায়ের সমন জারি করলেও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।