স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির বলেছেন, বিএনপি-জামাত দেশকে ধ্বংশের দিকে নিয়ে যেতে চায়। বিএনপি-জামায়াত জোট যখন বিদ্যুতের বারটা বাজিয়েছিল তখন আওয়ামী লীগ সরকার সেই বিদ্যুৎ উৎপাদনে অধিক গুরুত্ব¡ দিয়েছে। আওয়ামী লীগ সব সময় তৃণমূলের মানুষকেই গুরুত্ব দেয়। তিনি গতকাল বুধবার বিকেলে লাখাই উপজেলার দক্ষিণ করাব নতুন বাজার মাঠে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৩৫ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে প্রায় ৩.৫৫৯ কিলোমিটার লাইন নির্মাণ করে। এই সংযোগের ফলে ১৯৬ টি নতুন মিটারের মাধ্যমে ১ হাজার লোক সরাসরি বিদ্যুতের সুবিধা পেল। জহুর আলীর সভাপতিত্বে ও জুনায়েদ তালুকদার এর পরিচালনায় বিশেষ অথিতি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনারের ম্যানেজার গণেশ চন্দ্র দাস। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল রানা, এডঃ আলী নেওয়াজ, মাস্টার এম এ মতিন, সাবেক চেয়ারম্যান র্মোশেদ কামাল তালুকদার মোশাহিদ, খোকন চন্দ্র গোপ সৌরভ, বদিউল আলম কাজল, শরীফ আহম্মেদ, খলিল আহম্মেদ ও মাসুক মিয়া প্রমূখ।
সংসদ সদস্য আবু জাহির আরো বলেন, বিএনপি-জোট সরকার দেশে বিদ্যুৎ উৎপাদনের চেয়ে লুটপাটেই বেশি লিপ্ত ছিল। তারা বিদ্যুতের ব্যাপারে ছিল উদাসীন। আওয়ামী লীগ যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে তখনই বিদ্যুতকে অগ্রাধিকার দিয়েছে। সর্বক্ষেত্রে যখন সরকার সফলতার স্বাক্ষর রেখেছে, তখন বিরোধী দল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এই ষড়যন্ত্রের মোকাবেলা করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সরকার গ্রামীন অবকাঠামোতে বিশেষ নজর দিয়েছে। যাতে গ্রামীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন করা যায়। সরকার মানুষের মৌলিক অধিকার পূরণে অঙ্গীকারাবদ্ধ।