রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ফসলি জমির মাটি ও নদীর চড়ের বালু উত্তোলনের মহাউৎসব মাধবপুরে গাঁজাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শহরে দিন-দুপুরে চুরি ৫ লাখ টাকার মাল লুট বানিয়াচংয়ে কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু-মাটি উত্তোলন ড্রেজার মেশিন জব্দ শায়েস্তাগঞ্জে বিভিন্ন মামলায় পলাতক ২ আসামি গ্রেপ্তার মাধবপুরে অস্ত্রসহ ৩ পেশাদার ছিনতাইকারি গ্রেফতার শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাস ও প্রাইভেটকার খালে ॥ আহত ১৫ শহর থেকে অপহৃত ব্যাংক কর্মকর্তা ২দিন পর উদ্ধার নবীগঞ্জের বায়তুল হিকমা জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মাহদী হাসান ॥ জানি না বলে ফরজ কাজ এড়িয়ে চলার সুযোগ নেই শায়েস্তাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার ১

হবিগঞ্জ-৪ আসনের উন্নয়ন চিত্র বদলাতে চান স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার সৈয়দ সুমন

  • আপডেট টাইম বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ নির্বাচিত হলে হবিগঞ্জ-৪ সংসদীয় আসনের উন্নয়ন চিত্র বদলে দিবো। গড়বো নতুন একটি ইতিহাস। কারও পক্ষে সেই ইতিহাস মুছে ফেলা সম্ভব নয়। ৪ ডিসেম্বর মনোনয় বৈধতা পাওয়ার পর চুনারুঘাটের নালমুখ বাজারে এক পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।
দেশে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি চুনারুঘাটের সন্তান। ব্যরিস্টার সুমন ফুটবল একাডেমি গঠন করে দেশব্যপী খেলাধুলা ও নানা বিষয়ে ফেসবুক লাইভের মাধ্যমে তিনি সারাদেশে ব্যপক পরিচিতি লাভ করেন। বিগত ১৫ বছর যাবৎ চুনারুঘাট ও মাধবপুরে নিজস্ব অর্থায়নে ৪৭ টি ব্রীজ নির্মান করে আলোচনায় আসেন। দুই উপজেলার যুব সমাজ সৈয়দ সুমনের পক্ষে অবস্থান নিয়ে প্রচারে নেমেছেন বলে তিনি দাবী করেন। ব্যরিস্টার সুমন বিগত ১৫ বছর ধরে তিনি জনসাধারনের সাথে থেকে নানান ধরনের উন্নয়ন করেছেন। গরীব মানুষের বাড়ি ঘর বানিয়ে দেয়া, শিক্ষার্থীদের পড়া লেখার খরচ প্রদান, গরীর মানুষকে চিকিৎসা দেয়া ছিলো তার প্রধান কাজ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের মনোনয়ন চান। দলের হাই কমান্ড তাকে মনোনয়ন না দিয়ে বর্তমান সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীকে মনোনয়ন দেয়। এরপর সৈয়দ সুমন চুনারুঘাট মধ্য বাজারে এক পথসভায় নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে প্রচারে নামেন।
বৈধ ৩৬ প্রার্থীর মধ্যে হবিগঞ্জ-৪ আসনে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়ন বৈধতার পর প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞ আমার মনোনয়ন বৈধতা পেয়েছে। পরবর্তী যুদ্ধ মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের হৃদয় জয় করা।
চুনারুঘাট ও মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ আসন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৭ হাজার ৫২৫ জন। এ আসনে বরারবই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হন। এ কারনে এ আসনে দলের একাধিক নেতা মনোনয়ন পাবার আশায় চেষ্টা তদবীর করে থাকেন। দু’টি উপজেলা সীমান্ত ও চা বাগান ঘেরা তবে চুনারুঘাট উপজেলায় রয়েছে ২২টি চা বাগান এবং মাধবপুর উপজেলায় আছে ৪টি চা বাগান। চা বাগানের মোট ভোটে ৯০ শতাংশ ভোট নৌকার বাক্সেই যায়। স্বাধীনতার পর থেকে এনামুল হক মোস্তফা শহীদ এ আসনের একছত্র অধিপতি ছিলেন। এডভোকেট এনামুল হক ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচন থেকে শুরু করে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর টানা দুইবার সংসদ সদস্য হন মাধবপুরের বাসিন্দা এডঃ মোঃ মাহবুব আলী।
হবিগঞ্জ-৪ আসনে আল আমীন (বাংলাদেশ কংগ্রেস), আবু সালেহ (ইসলামি ঐক্যজোট), আহাদ উদ্দিন চৌধুরী (জাতীয় পার্টি), মুখলেছুর রহমান (বাংলাদেশ জাতীয়তাবাদি আন্দোলন), আবুল খায়ের (জাকের পার্টি), মোঃ আব্দুল মুমিন (ইসলামি ফ্রন্ট), রাসেদুল ইসলাম খোকন (সাংস্কৃতিক জোট) থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী জামাল হোসেনের মনোয়ন বাতিল হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com