স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়ন পরিষদে তৃণমূল পর্যায়ের জনগণের মধ্যে আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ বেগম সম্পা জাহান। ইউপি সচিব স্বপ্না রাণী রায়ের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার আহাম্মদ আলী, কবি ও মেম্বার সর্দার আবু ছায়েদ, মোঃ তাজুল ইসলাম, মোঃ আবদুল হক, মহিলা মেম্বার শাহেনা খাতুন প্রমূখ।
সভায় জনগণের সেবা এবং কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন প্রধান অতিথি।