স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার দুর্গানপুর গ্রামে রনজিত সরকার (২৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের সখি চরণ সরকারের পুত্র। গতকাল সকাল ১০টায় মাধবপুর থানার এসআই মোড়ল মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, এলাকাবাসী স্থানীয় একটি জাম গাছে তার দেহ ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।