ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বিএনপির অবরোধ কর্মসূচি চলাকালে নবীগঞ্জ উপজেলায় একটি পিকআপ ভ্যান ভাংচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে নবীগঞ্জ শহরের হাসপাতাল সড়ক এলাকায় পিকআপ ভ্যান ভাংচুর করা হয়।
পুলিশ জানায়- সকালে নবীগঞ্জ শহরে হাসপাতাল সড়কে একটি পিকআপ ভ্যান ভাংচুর করে দুর্বৃত্তরা। এসময় পিকআপ ভ্যানের সামনের গ্লাস ভেঙে ফেলা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, পিকআপ ভ্যান ভাংচুর করার ঘটনায় আমরা তদন্ত করছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি যাচাই-বাছাই পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।