স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ সুতাং ব্রিজের নিকট পাথরবোঝাই ট্রাকের চাপায় টুটুল মিয়া (৩০) নামের এক ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় ঘণ্টাখানেক ওই সড়কে যানবাহন বন্ধ ছিলো। জানা যায়, কুমিল্লাগামী একটি ধান বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯৬১৬) ওই স্থানে পৌঁছলে পেছনের চাকা পাংচার হয়। এ সময় সাইট করে চালক টুটুল মিয়া গাড়ি মেরামত করার সময় পেছন দিক থেকে পাথরবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-১২৬৯) পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই টুটুল মিয়া নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। দূর্ঘটনাকবলিত ট্রাক দুইটি পুলিশ হেফাজতে রয়েছে।