স্টাফ রিপোর্টার ॥ সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে বিজয় উৎসবের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে শহরের আরডি হল প্রাঙ্গণে ১৬ দিন ব্যাপী উৎসবের উদ্বোধন করেন এমপি মোঃ আবু জাহির। এতে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুমার ধর শান্তনু। বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, শামীম আহমেদ, হুমায়ুন কবীর সৈকত, বাদল রায় ও ইয়াসিন খাঁন। উৎসবে ২৭টি সাংস্কৃতিক, নাট্য, নৃত্য ও কবিতার সংগঠন অংশগ্র্রহণ করবে।