মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সেনা কর্মকর্তা কামালপাশা ও সোহেল রানার বাড়িতে ডাকাতির সাথে জড়িত কুখ্যাত ডাকাত রহমত আলী (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রহমত আলী উপজেলার সুলতানপুর গ্রামের তারাব আলীর ছেলে। গত ২৮ ফেব্র“য়ারী উপজেলার সোয়াবই গ্রামের সেনা কর্মকর্তা কামাল পাশা ও সোহেল রানার বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় তাদের পিতা তাজুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় রহমত আলীকেও আসামী করা হয়। গতকাল মাধবপুর থানার এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চৌমুহনী বাজার থেকে রহমত আলী (৪০)কে গ্রেফতার করে। রহমত আলী আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।