নবীগঞ্জে অবরোধ সমর্থনে বিএনপি
প্রেস বিজ্ঞপ্তি ॥ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে গতকাল ২৯ নভেম্বর (বুধবার) ৮ম দফায় ২৪ ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ সমর্থনে নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু নেতৃত্বে নবীগঞ্জে বিএনপি, যুবদল-ছাত্রদল নেতৃবৃন্দ নবীগঞ্জ টু সিলেট রোডে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল প্রত্যাহার, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব জি,কে গউছ, নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক স্বপরাজ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ্ রাজিব আহমেদ রিংগন সহ সকল রাজবন্দিদের নিঃশর্ত মুক্তি’র দাবি জানান।