নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাফ্ফার আহমদ বলেছেন,শিক্ষার প্রসার ঘটাতে হলে ছাত্র,শিক্ষক ও অভিভাবক এই তিনের সমন্নয় থাকতে হবে। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে স্কুলের ফলাফল ও গুণগত মান অবশ্যই ভাল হবে। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ে তাকে দেয়া সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরও বলেন,শিক্ষার্থীদের যেমন লেখাপড়ায় মনোযোগী হতে হবে পাশাপাশি শিক্ষক মন্ডলী ও তাদের স্ব স্ব পাঠ্য বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরী। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সকদিল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জেকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, ইংল্যান্ড প্রবাসী শেখ মুক্তাদির মিয়া এসিসিএ, দীঘলবাক হাইস্কুলের প্রধান শিক্ষক নিজামুল হোসেন, নাদামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন দাশ, এসএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্র নারায়ন, সমাজ সেবক আবুল কালাম আজাদ, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর এটিএম সালাম, ঘোলডুবা হাইস্কুুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শিক্ষক আব্দুস সত্তার, এমএ আহাদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জসিম উদ্দিন, সৈয়দ জামাল আহমদ, সৈয়দ আলী, মাওঃ সিরাজুল ইসলাম, সফিকুল ইসলাম, মাসুদ রানা ও অচিত্য আর্চায্য প্রমূখ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম। এছাড়া অনুষ্টানে প্রধান অতিথি গাফ্ফার আহমদ’র সহধর্মীনি উপস্থিত ছিলেন।