স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (চঃ দাঃ) কবিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সাদিকুর রহমান, এরশাদ আলী, সাংবাদিক এস এম খোকন, আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ ফুল প্রমুখ। এছাড়া আইন-শৃংখলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুর রহমান বলেছেন, বানিয়াচং উপজেলার আইন শৃংখলার ভালো রাখতে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এছাড়া মাদক, ইভটিজিং, গ্রাম্যদাঙ্গা রোধে আইন-শৃংখলা বাহিনীর পাশাপাশী জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইন-শৃংখলা কমিটির সকল পর্যায়ের সদস্যদের সমন্বয় করে একযোগে কাজ করার আহবান জানান তিনি। এর পূর্বে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।