স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগারে আলমগীর মিয়া (৫০) নামের এক কয়েদীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে রাত সোয়া ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের বাসিন্দা। জেলার জানান, গত ৯ অক্টোবর চেক ডিজঅনার মামলায় ৬ মাসের সাজা পরোয়ানা নিয়ে তিনি কারাগারে আসেন। ওই দিন রাতে বুকে ব্যথ্যা অনুভব করলে সাথে সাথে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে পরিবারের জিম্মায় লাশ হস্তান্তর করা হয়।