বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, বাহুবল কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, বাহুবল কলেজের প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হক রাহিন, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, লামাতাশী ইউনিয়ের চেয়ারম্যান আ.ক.ম. উস্তার মিয়া তালুকদার, মিরপুর ইউনিনেয়র চেয়ারম্যান শামীম আহেমদ, ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট জাহেদ খান, পুটিজুরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নীহার রঞ্জন দেব প্রমুখ।