বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা)-এর দেড় লাখ টাকা কাজ না করেই খেয়ে ফেলেছেন স্থানীয় ইউপি মেম্বারসহ ৬ ব্যক্তি। এ ব্যাপারে গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় লোকজন।
সূত্র জানায়, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য সম্প্রতি বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অন্তর্গত স্নানঘাট রইছগঞ্জ বাজার-মুদাহরপুর গ্রামের কবরস্থান হতে অমৃতা রাস্তা পর্যন্ত মাটি ভরাট কাজে কাবিখা কর্মসূচির আওতায় ১ লাখ ৫৫ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। এ প্রেক্ষিতে স্নানঘাট গ্রামের মৌলানা সিরাজ মিয়ার পুত্র ফুল মিয়াকে চেয়ারম্যান ও মুদাহরপুর গ্রামের জুনাব আলীর পুত্র জিতু মিয়াকে সেক্রেটারী এবং অমৃতা গ্রামের মকসুদ মিয়ার পুত্র নানু মিয়া, মুদাহরপুর গ্রামের হাজী খুর্শেদ আলীর পুত্র হারুন মিয়া, একই গ্রামের তৈয়ব উল্লার পুত্র আওয়াল মিয়া এবং একই গ্রামের মোবারক আলীর পুত্র আওয়াদ মিয়াকে সদস্য করে প্রকল্প কমিটি অনুমোদন নেয়া হয়। এ কমিটির লোকজন নির্দিষ্ট রাস্তায় মাটি ভরাট না করে প্রকল্পের সমুদয় টাকা ভাগবাটোয়ারা করে খেয়ে পেলেন। পরে কমিটির লোকজন একটি ভূয়া মাস্টাররোল দাখিল করে তা হজম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগ পত্রে প্রায় অর্ধশত লোক স্বাক্ষর করেন।