স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে তানিয়া আক্তার (৫) নামের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সে ওই গ্রামের সালা উদ্দিন মিয়ার পুত্র। পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুরে বাড়ির পাশে খেলার সময় ভুলবশত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সুরতহাল শেষে ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।