স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার হালিতলা গ্রামে তাসলিমা আক্তার (২৫) নামে এক প্রবাসী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে আত্মহত্যা না হত্যা এ নিয়ে চলছে গুঞ্জন। জানা যায়, ৪-৫ বছর আগে পাশ^বর্তী গ্রামের শাহিন আহমেদের সাথে তাসলিমার বিয়ে হয়। গতকাল শনিবার বিকেলে তাসলিমার পিতা রওশন আহমেদ বাড়ির পাশে গাছে ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে। তবে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।